শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চৌদ্দগ্রামে স্বর্ণ দোকানে ডাকাতি : র‌্যাবের হাতে আটক বরিশালের হাকিম ডাকাত বুড়িচংয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শেষ হলো ছৈয়্যদ হাছান আলী (রহ.) স্মরণে ১৬৮তম ওরছ মাহফিল  ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কাভার্ডভ্যান হেলপারের অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় তিনদিনে ২৫ জন গ্রেফতার দুই লাখ টাকা জরিমানা গুনলো চৌদ্দগ্রামের ‘স্বদেশ ব্রিকস’ কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের তিন নেতা আটক মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের রিইউনিয়ন

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩২ দেখা হয়েছে
কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মু. শফিুল আলম হেলাল। শুক্রবার সকালে কুমিল্লা স্টেডিয়াম।

রিইউনিয়নে (পুনর্মিলনী) ভারতের অন্ধ্র প্রদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ব রেকর্ডকে টপকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠার ৩৭ বছর পর ইবনে তাইমিয়ার সাড়ে ৫ হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রথম দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃহৎ রিইউনিয়ন অনুষ্ঠান করে দেশ-বিদেশে সাড়া ফেলেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) কুমিল্লা স্টেডিয়ামে নান্দনিক ও বর্ণাঢ্য আয়োজনে ৫ হাজার ৬৫৩ জন প্রাক্তন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালীর মধ্যদিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আবেগআপ্লুত ও স্মৃতিরোমন্থনে মেতে ওঠেন। অনুষ্ঠানের বড় পর্দায় বিদেশে অবস্থানরত ইবনে তাইমিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের অনুভূতি প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষকও অংশগ্রহণ করেন।

গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন করেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল। এসময় তিনি বলেন, এই গ্র্যান্ড রিইউনিয়ন ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠানের রিইউনিয়ন রেকর্ডকে পেছনে ফেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে। স্কুল ও কলেজ পর্যায়ে কেবল দেশে নয়, বিশে^ও এতোবড় রিইউনিয়ন আগে হয়নি। এটি আমাদের জন্য, বাংলাদেশের জন্য গর্বের বিষয়। ইবনে তাইসিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দেশ-বিদেশে মর্যাদার সঙ্গে ছীড়য়ে ছিটিয়ে আছে। এটি এমন একটি প্রতিষ্ঠান, যেখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাইমিয়ান্সরা বাংলাদেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।

 

অনুষ্ঠান পরিচালনা করেন ইবনে তাইমিয়ার প্রাক্তন ছাত্র এবং রিইউনিয়নের প্রধান উদ্যোক্তা ও এডমিন অষ্ট্রেলিয়ার মেলবোর্নে একটি বিশ^বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ড. আলমগীর হোসেন রিপন। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র এবং শিক্ষকরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফল ড্র ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

 


উল্লেখ্য, বর্তমানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় রিইউনিয়নের রেকর্ডটি রয়েছে ভারতের ভাস্যম এডুকেশনাল ইনস্টিটিউশন্স (গুন্টুর, অন্ধ্রপ্রদেশ) এর নামে। ২০১৭ সালের ২৪ ডিসেম্বর, এই রিইউনিয়নে ৪হাজার ২৬৮জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এটি গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয় এবং বিশ্বের বৃহত্তম রিইউনিয়নের রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু ২০২৫ সালে এসে ভারতের ওই প্রতিষ্ঠানের রিইউনিয়নের রেকর্ড পেছনে ফেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের আজকের (১০ জানুয়ারি) গ্র্যান্ড রিইউনিয়ন। কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রিইউনিয়নে ইবনে তাইমিয়ার ৫হাজার ৬৫৩ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

Last Updated on January 10, 2025 6:45 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102