শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

কত লাকসাম কত বাত্তি !

প্রতিসময় ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫০৭ দেখা হয়েছে
# লাকসাম জংশনে লেখক ও ভ্রমণকন্যা এলিজা বিনতে এলাহী
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো হেরিটেজ ট্যুর শুরু করেছেন ভ্রমণকন্যা ও লেখক এলিজা বিনতে এলাহী।এরই অংশ হিসেবে কয়েকদিন আগে তিনি কুমিল্লার ঐতিহাসিক বেশ কিছু স্থান পরিদর্শন করে গেছেন।এরমধ্যে প্রায় ১২৮ বছরের পুরানো লাকসাম জংশন নিয়ে তার ফেসবুক পেইজে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন।সাথে যুক্ত করেছেন বেশ কিছু ছবি।অনলাইন নিউজ পোর্টাল ‘প্রতিসময়’ এর বিশেষ প্রতিবেদন বিভাগে দ্বিতীয়বারের মতো ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লা ঘুরে যাওয়া এলিজা বিনতে এলাহীর লেখাটুকু প্রকাশ করা হলো।

কত লাকসাম কত বাত্তি !

।।এলিজা বিনতে এলাহী।।

প্রায় ৩০০ একর  সম্পত্তির উপর ১৮৯৩ খ্রিষ্টাব্দে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন প্রতিষ্ঠা করা হয়।এই স্টেশনে বর্তমানে বিরাট স্টেশন ভবনসহ ৪টি প্ল্যাটফর্ম রয়েছে। বাংলাদেশে ৫টি বৃহত্তম জংশনের মধ্যে এটি একটি।

শত বছরের এই রেল স্টেশনে খুঁজে বেরাচ্ছিলাম পুরানো ভবন গুলো কেমন অবস্থায় রয়েছে।খুব বেশি পুরোনো ভবনের অস্তিত্ব নেই। রেল স্টেশন অভ্যন্তরে পুরোনো ভবনের ৩/৪টি রয়েছে।স্টেশনের বাইরে বিভিন্ন কোয়ার্টার, ক্লাব ঘর রয়েছে, তবে বেশ নাজুক অবস্থায়।

লাকসাম কুমিল্লার একটি প্রাচীন উপজেলার নাম।লাকসামের নামের সাথে এই প্রবাদবাক্যটি ওতপ্রতভাবে জড়িত। এ প্রবাদবাক্য লাকসামের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশনকে ঘিরে।

তবে সেই জংশনে এখন আগের মতো আর বাতি জ্বলে না।’কত লাকসাম-কত বাত্তির’ উৎপত্তি খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে নানা গল্প। স্থানীয়রা বলেন, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, সদর দক্ষিণের একাংশ নিয়ে ছিল তৎকালীন বৃহত্তর লাকসাম।তখন এ এলাকায় বিদ্যুৎ আসেনি।রেলওয়ে লাকসাম জংশনে নিজস্ব ব্যবস্থাপনায় পাওয়ার হাউজের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করত।এ বিদ্যুতের মাধ্যমে স্টেশনসহ আবাসিক এলাকায় বাতি জ্বলত।

গ্রামের লোকজনের কাছে বৈদ্যুতিক বাতি ছিল একটি আশ্চর্য বিষয়।জংশনের চারদিকে তখনও শহর গড়ে উঠেনি।দূরের গ্রাম থেকেও রাতে বাতির বহর চোখে পড়ত।গ্রামের মানুষ নাকি ভয়ে পালিয়ে পার্শ্ববর্তী গ্রামে চলে যেত।তারা ট্রেনকে ভয়ংকর কিছু  মনে করতো।  এলাকায় ট্রেন বন্ধের জন্য জনমতও নাকি একসনয় গড়ে উঠে।

ব্রিটিশ তথা পরবর্তী পাকিস্তান আমলে এ এলাকার মানুষের যাতায়াতের একমাত্র বাহন ছিল ট্রেন।লাকসাম জংশন সবসময় উৎসবমুখর ছিল।প্রথমে লাকসাম থেকে কুমিল্লা পর্যন্ত রেললাইন চালু ছিল।পরবর্তীতে পর্যায়ক্রমে চাঁদপুর, চট্টগ্রাম ও নোয়াখালীর রেল রুট চালু হয়।

হারিকেন আর কুপি দেখা অভ্যস্ত জনপদ বাতি জ্বালানো দেখে বিস্মিত হয়ে এলাকায় ছড়িয়ে দিল ‘লাকসামে কত বাত্তি জ্বলেরে’।তা ধীরে ধীরে ‘কত লাকসাম-কত বাত্তিতে’ রূপান্তরিত হয়।

একসময় এই জংশনের কর্মকর্তা, কর্মচারী ছিল ১৭০০ জন। এখন  সে সংখ্যা দাঁড়িয়েছে ২০০ তে।স্টেশনে নতুন ভবন তৈরি হচ্ছে কিন্তু শত বছরের রেল স্টেশনের ঐতিহ্য ধরে রাখা প্রয়োজন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

Last Updated on June 9, 2021 9:55 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102