
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্র্যান্ড দল প্ল্যাটফর্ম এর যেমনটি ক্লিন ইমেজ রয়েছে তেমনি আনুষঙ্গিক কাজেও দলটির রয়েছে বেশ সুনাম।
সম্প্রতি প্ল্যাটফর্মের আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো কনসার্ট। এতে অ্যাশেজ, এভোয়েড রাফা, সোনার বাংলা সার্কাস এবং বে অব বেঙ্গলসহ কুবির নিজস্ব ব্যান্ডগুলো পারফরম্যান্স করে।
কনসার্ট অনুষ্ঠানটি ঘিরে মাঠ জুড়ে ছিল দর্শকের সমারোহ। ফলে দর্শকদের হাতে থাকা নানা রকম খাদ্য পণ্যের প্যাকেট, চা-কফির ওয়ানটাইম কাপ, পানির বোতল সহ আরো অন্যান্য জিনিস ব্যবহার শেষে অনুষ্ঠানস্থলের মাঠেই ফেলতে হয়েছে।
গত বুধবার (৩১ জানুয়ারি) রাতে কনসার্ট শেষ হওয়ার পরপরই আয়োজক ব্যান্ড দল প্ল্যাটফর্মের ক্লান্ত ও পরিশ্রান্ত সদস্যরা কালবিলম্ব না করে মাঠ ও আশপাশের স্থানগুলো পরিষ্কার করার কাজে নেমে পড়েন। প্ল্যাটফর্ম সদস্যরা মাঠ ঘুরে ঘুরে ময়লা একত্রিত করে বস্তায় ভরে ফেলে দেন নির্ধারিত স্থানে। পরিষ্কার করার এ কাজে প্লাটফর্মের সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্লাটফর্মের সভাপতি মাসুম বলেন, কুবি কেন্দ্রীয় খেলার মাঠে নিউ ইয়ার কনসার্টটি আমরাই আয়োজন করেছি। কনসার্ট ঘিরে দর্শকদের ব্যবহৃত নানা উচ্ছিস্টে অনুষ্ঠানস্থলের মাঠ তথা ক্যাম্পাস অপরিচ্ছন্ন হয়ে পড়ে। আয়োজক সংগঠক ও সচেতন নাগরিক হিসেবে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর সেই দায়িত্ববোধ থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। প্ল্যাটফর্মের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও পরিষ্কার কাজে অংশগ্রহন করেছে। প্ল্যাটফর্মের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।