সেই চিরজাগরুক, বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ (২২ শ্রাবণ) ৮২তম মৃত্যুবার্ষিকী।
কবিগুরু স্মরণে প্রতিসময় নিউজ পোর্টালের সাহিত্য বিভাগে আজ প্রকাশ করা হলো কবি ও সংগঠক ডা. মল্লিকা বিশ্বাসের কবিতা
-ডা. মল্লিকা বিশ্বাস-
মায়াবী জোৎস্না কেটে মুক্তবোধকে সঙ্গী করে
আপনি হেঁটে গিয়েছেন দূর থেকে বহুদূরে।
কবিতার কি কোনো ডাকনাম আছে?
গভীর ব্যাকুলতায় কবিতার ডাকনাম ধরে ডেকেছেন নির্জনে।
কবিতার শরীর ফলভারে আনত হয়েছে
আপনার খাতার পাতায়।
নববর্ষার মেদুর মেঘদল নওল কিশোর হয়ে
ধরা দিয়েছে আপনার গানে,
সেই সাঁওতালি ছেলেটি কেয়াফুল খানি
তুলে আনি আজও আপনার স্মৃতির দুয়ারে রেখে যায়।
শ্রাবণের রাতে আপনার না লেখা পংক্তিমালা
আপনাকেই ঘিরে ধরে জোনাকির মতো।
বৃষ্টির অমিয় ধারায় যেমন প্রাণ সঞ্চারিত হয়
উষর মৃত্তিকায়
তেমনি আপনার কবিতায়, আপনার গানে
আমরা বাঁচি শব্দের মৃগয়ায়।
যতই যাইনা দূরে নৌকা ভাসিয়ে
অচেনা স্রোতের টানে
হাতে রাখি রবি নামের কম্পাসের কাঁটা।
অস্পষ্ট দিগন্তে দেখি আপনার সৌম্য মুখ,
আপনার কাছে আমাদের ঋণ জন্মদাগের মতোই
চিরদিন অমোচনীয় রয়ে যায়।
Last Updated on August 6, 2023 12:04 pm by প্রতি সময়