রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

কবিতা গান ও কথামালায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ উদযাপন করল বঙ্গবন্ধুর জন্মদিন

সাদিক মামুন
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৪২ দেখা হয়েছে
# কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

কবিতা, গান ও কথামালার মধ্য দিয়ে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ-কুমিল্লা শাখা স্মরণ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর কেক কেটে উদযাপন করা হয় আপসহীন সংগ্রামের কিংবদন্তি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন।

বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় কুমিল্লা নগরীর বাদুরতলা শিশুমঙ্গল রোডে হার্ট হোম ভবনে করোনা মহামারির কারণে সীমিত পরিসরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ-কুমিল্লা শাখা ওই আয়োজন করে।

সংগঠনের শিল্পীদের পরিবেশনায় গান, নাচ এবং  বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তির মধ্যদিয়ে স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানটি হয়ে ওঠে মনোমুগ্ধকর।

# সমবেত কণ্ঠে জাতির পিতা স্মরণে সঙ্গীত পরিবেশন।

সংগঠনের সভাপতি কবি ও লেখক ডা. মল্লিকা বিশ্বাসের সার্বিক ব্যবস্থানায় ও সাধারণ সম্পাদক বিমল আইচের সঞ্চালনায় বর্ণিল এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ-কুমিল্লা শাখার শিল্পীরা সমবেত কণ্ঠে জাতির পিতা স্মরণে সঙ্গীত পরিবেশন করেন। এরপর কেক কেটে উদযাপন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন।

এরপর স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য নিখিল রায়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত কবিতা আবৃত্তি করেন হার্টকেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। কবিতা আবৃত্তির আগে তিনি বলেন, এ দেশের কবি-কথাসাহিত্যিক ও শিল্পীদের কাছে বড় অনুপ্রেরণার নাম বঙ্গবন্ধু। তার হাত ধরেই বাঙালি পেয়েছিল স্বাধীনতার দিশা।

# অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত কবিতা আবৃত্তি করেন ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও ডা. মল্লিকা বিশ্বাস।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস বলেন, যার হাত ধরে এসেছে বাংলাদেশের স্বাধীনতা, দেশের মানুষ ভালোবেসে যাকে দিয়েছে বঙ্গবন্ধু উপাধি, স্বাধীন দেশের সংবিধান যাকে দিয়েছে জাতির পিতার স্বীকৃতি।  হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালির শততম জন্মবার্ষিকী করোনাকালেও আমরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করছি। জাতির এই মহামানবই আমাদের শক্তি, আমাদের প্রেরণা।

অনুষ্ঠানে ডা. মল্লিকা বিশ্বাস বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

এছাড়া সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেন কামরুজ্জামান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, মিতা পাল, রিপা দত্ত, নীলিমা দত্ত, শিপ্রা সরকার, রুমা নাথ, মল্লিকা বিশ্বাস, মৈত্রী দাশগুপ্তা, সংগীকা কর, শামসুন্নাহার মিলি, সুমি, নেহা ঘোষ, সুস্ময়। নৃত্য পরিবেশন করেন প্রিয়াংকা ও রিয়া।

পরে সমবেত সঙ্গীতের মধ্যদিয়ে শেষ হয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ-কুমিল্লা শাখার আয়োজন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 18, 2021 11:28 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102