
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’- এই স্লোগানে কুমিল্লার মুরাদনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে মুরাদনগর থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বারী ইবনে জলিলের সভাপতিত্বে থানায় আয়োজিত আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু.বরুহুল আমিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, থানার পুলিশ কর্মকর্তা, সদস্য ও কমিউনিটি পুলিশিং সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। কমিউনিটি পুলিশিংয়পর মাধ্যমে মাদক, বাল্যবিবাহ বন্ধ, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।
আলোচনা সভার আগে মুরাদনগর থানার উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সার্বিক সহযোগিতায় র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে হয়ে থানায় এসে শেষ হয়।