নতুন বছর। নতুন শ্রেণি। নতুন বই। নতুন পাঠ্যক্রম : বিদ্যা গুরুমুখী, এটা হলো চিরন্তন ভাবনা। নজরুল মেমোরিয়াল একাডেমীতে আমরা যারা শিক্ষকতা করছি, ছাত্র-ছাত্রীরা যাতে করোনাকালীন সময়ে বাসায় ভালোভাবে তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে, সেই লক্ষে প্রত্যেক শ্রেণির জন্য বিষয়ভিত্তিক সাপ্তাহিক পাঠদান শীট আকারে তৈরী করে দিচ্ছি।এতে আমরা শিক্ষকরা পাঠ্যবই থেকে শ্রেণি অনুযায়ী প্রতিটি বিষয়ের প্রতিটি আইটেমের ধারাবাহিক পড়া উত্তরসহ উল্লেখ করে শীট তৈরি করে দিচ্ছি।
আর প্রতি সপ্তাহের রবিবারে স্কুল থেকে সাপ্তাহিক পড়ার শীট শিক্ষার্থীদের অভিভাবকরা নিয়ে যান।সম্মানিত অভিভাবকগণ আমাদের স্কুলের প্রদত্ত শীট অনুসরণ করলেই সহজে সাপ্তাহিক পড়াগুলো সন্তানদের কাছ থেকে আদায় করতে পারবেন। এতে শ্রেণি অনুযায়ী প্রতিটি বিষয় যেমন- গণিত বিষয়ে পাঠ্যবইয়ের অনুশীলনী শেষ করার পর সৃজনশীল প্রশ্ন সহজ ও সাবলীল ভাষায় উত্তরসহ শীটে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সৃজনশীল পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। কোনো বিষয়ের কোনো পড়া বুঝতে সমস্যা হলে অভিভাবকগণ পাঠ তৈরীকারক শিক্ষকের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করে তাৎক্ষনিক সমস্যা সমাধান করতে পারছেন। এতে অভিভাবকদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। ওনারা স্বাস্থ্যবিধি মেনে স্বত:স্ফুর্তভাবে বিদ্যালয়ে এসে শীট গ্রহণসহ বিভিন্ন তথ্য আদান-প্রদান করছেন।
সম্মানিত অভিভাবকগণ বাসায় সন্তানের জন্য শিক্ষকের ভূমিকা পালন করবেন।তাদেরকে স্কুল থেকে দেয়া শীটের আলোকে পাড়ানোর পাশাপাশি সাপ্তাহিক রুটিন করে বাসায় নিজ দায়িত্বে পড়াবেন।
বিনোদনের মাধ্যমে পাঠদান ও পাঠ আদায়: অভিভাবকদের অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার সন্তানরা যাতে তাদের পড়ায় আনন্দ পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তাতে তারা মনের আনন্দেই পড়বে।
পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় রিডিং পড়তে হবে: প্রত্যেক শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ব করতে হলে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে রিডিং পড়তে হবে। তাতে তাদের অধ্যায় সম্পর্কে ধারণা থাকবে। রিড়িং পড়ার ক্ষেত্রে অভিভাবকগণ অবশ্যই খেয়াল রাখবেন বানানে ভুল পড়ছে কিনা, পড়াতে ছন্দপতন ঘটছে কিনা।
শিক্ষার্থীদের ব্যস্ত রাখতে হবে: সম্মানিত অভিভাবকগণ, শিক্ষার্থী তথা আপনার সন্তানকে অবসর (পড়ালেখার সময় বাদে) সময়ে ভাল কোনো না কোনো কাজ বা খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে। একটি প্রবাদ আছে-“অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা।” তাই তাদের ওই সময়টাতে ব্যস্ত রাখতেই হবে।
Last Updated on February 1, 2021 12:38 am by প্রতি সময়