কুমিল্লা-৬ আসনের সংসদসদস্য (এমপি) ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বিশ্বের বেশ কিছু দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।আমাদের দেশেও করোনার দ্বিতীয় ঢেউয়ের আভাস দেখা দিয়েছে। মানুষ এখন স্বাভাবিক সবকিছু করেছে ঠিকই, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসিনতা বেড়েছে।শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে।তাই আমাদেরকে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্ক হতে হবে।সবাই যাতে যথাযথ নিয়মে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলে তা নিশ্চিত করতে হবে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লা ডায়াবেটিকস হাসপাতালের নির্বাহী কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ডায়াবেটিকস সমিতির সভাপতি মেহেরুননেছা বাহার।
সভায় কুমিল্লা ডায়াবেটিকস হাসপাতালের প্রধান উপদেষ্টা হাজী বাহার এমপি বক্তব্যে আরও বলেন- বয়স্ক, গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষায় বাসাবাড়িসহ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানেও নজরদারি বাড়াতে হবে। আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি রাখতে হবে। যতদিন না আমরা ভ্যাকসিন পাচ্ছি, ততদিন মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যদিয়ে সময় পার করতে হবে।
সভায় কুমিল্লা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মীর্জা মো. কোরেশী, কোষাধ্যক্ষ প্রবাল শেখর মিঠুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় করোনা মহামারিতে নিহতদের আত্মার মাগফিরাত ও সংক্রমণে আক্রান্তদের সুস্থতা কামনায় মুনাজাত করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 2, 2020 8:36 pm by প্রতি সময়