শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে চার অপহরণকারি আটক চান্দিনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ব্রাহ্মণপাড়ায় প্রেমঘটিত ঘটনায় গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্মহত্যা ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাস ফেরত যুবকের মৃত্যু চান্দিনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদারদের মানববন্ধন চান্দিনা পৌর সভার সাবেক মেয়র মফিজুল ইসলাম গ্রেফতার  কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বুড়িচংয়ের দখল হওয়া খাল উদ্ধারে দ্রুত অভিযান শুরু হবে : ইউএনও  কুমিল্লার মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, জড়িত চারজন গ্রেফতার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : ৬ মাসে ১৩ প্রাণ ঝরেছে কুমিল্লার দাউদকান্দি অংশে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে : ব্রাহ্মণপাড়া ইউএনও চান্দিনায় সিআইডি পরিচয়ে ছিনতাইকারি চক্রের ৫ সদস্য আটক কুমিল্লার আলেখারচরে চব্বিশের শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ‘মিথ্যার কালো যাদু’ মনির হোসেন জীবনের কবিতা কুমিল্লায় ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে : জেলা প্রশাসক বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : মামলার আসামিকে মারধর করে পুলিশে দিল স্থানীয়রা নগরীতে সাহা মেডিকেল হলের কান্ড! ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন

করোনার প্রকোপ কমেছে, কিন্তু বিবেকের মানবিক কার্যক্রম কমেনি : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২১৮ দেখা হয়েছে
স্বেচ্ছাসেবি সংগঠন ‘বিবেক’ এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেছেন,বিশ্ব্যাবপী করোনায় যখন প্রতিদিন মানুষ মারা যাচ্ছিল। সবাই আতঙ্কিত ও শঙ্কিত। কেউ আক্রান্ত হলে বা মারা গেলে তার পাশে কেউ যাচ্ছে না। অত্যন্ত কাছের মানুষও পর হয়ে যাচ্ছে। লকডাউনের জন্য অনেকে বাড়ির বাইরে যেতে পারছে না। খেটে খাওয়া দিনমজুর ও অনেক মধ্যবিত্ত মানুষও খুব কষ্টের মধ্য দিয়ে অর্ধাহারে বা অনাহারে দিন অতিবাহিত করছিল, ঠিক সেই সময়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিল সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবি সংগঠন ‘বিবেক’। ধর্মবর্ণ, দলমতের উর্ধ্বে থেকে জীবনবাজী রেখে সংগঠনটি কেবল লাশ দাফনই নয়, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, ফ্রি অক্সিজেন সেবা, করোনা আক্রান্ত রোগীর জন্য ওষুধ, খাবার সরবরাহ এবং প্লাজমা ডোনেটের মতো মানবিক কাজটিও করেছে। করোনার প্রকোপ কমে এসেছে, কিন্তু বিবেকের মানবিক কার্যক্রম কমেনি। এখনও সংগঠনটি মানবিক অনেক কাজ নিঃস্বার্থভাবে করছে। বিবেক নামের এই সংগঠনটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে তাদের কর্মকান্ডে। বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপুর এই কীর্তি মানুষের মনে নিশ্চয় সোনার হরফে লেখা থাকবে। টিপুর মতো নিঃস্বার্থ পরোপকারী উদ্যোমী ও মানবিক যুবকের সারা দেশে খুব প্রয়োজন।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) কুমিল্লা নগরীর ঢুলিপাড়া ফান ভার্চুয়াল টাউনের হলরুমে স্বেচ্ছাসেবি সংগঠন ‘বিবেক’ এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।

 

অনুষ্ঠানে ‘বিবেক আল আবরার’ মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়।

 

‘নো মোর হিউম্যান ক্রাই’ এ শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ৩০ মার্চ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবিকতার অনন্য নজির স্থাপন করা স্বেচ্ছাসেবি সংগঠন ‘বিবেক’ তিন বছর পার করলো।

 

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে মাত্র ১২জন যুবক নিয়ে শুরু করা এ সংগঠনে এখন মানবিক কাজে যুক্ত রয়েছে কয়েক শত যুবক।

 

অনুষ্ঠানে বিবেক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন, কেবল করোনাভাইরাস সংশ্লিষ্ট বিষয় নয়, ‘বিবেক’ এখন সমাজের অসহায়, দুস্থ মানুষের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সংগঠনটির পরিচালনায় ‘বিবেক আল আবরার’ নামক একটি মাদরাসা প্রতিষ্ঠা করে অসহায় হতদরিদ্র পরিবারের সন্তানদের সম্পূর্ণ বিনামূল্যে ধর্মীয় শিক্ষার আলোয় দ্বীনের খাদেম তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে ‘বিবেক’ এর উদ্যোগে একটি মানবিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। যেখানে গরিব অসহায়রা বিনামূল্যে চিকিৎসাসেবা নিবেন। আর এই হাসপাতালে নিজের কন্যা চিকিৎসক হয়ে রোগীদের মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে সেবা দিবে এমন আশাবাদও ব্যক্ত করেন।

 

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক ও সামাজিক ব্যক্তিত্ব আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, সংগঠক বদরুল হুদা জেনু, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ ও সাংস্কতিক সংগঠক শহীদুল হক স্বপন।

Last Updated on March 31, 2023 3:37 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!