কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও দশজনের প্রান গেল।এনিয়ে কুমিল্লা জেলায় করোনায় মৃত্যু সংখ্যা ৬৪১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে সদর দক্ষিণের ২জন, চান্দিনার ৩জন, ব্রাহ্মণপাড়ার ১জন, দেবিদ্বারের ১জন, লাকসামের ১জন, মনোহরগঞ্জের ১জন, তিতাস উপজেলার ১জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৯জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত ২২হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৯জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জনে।
বৃহস্পতিবার (২২ জুলাই) সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা ফেসবুক পেইজে এসব তথ্য তুলে ধরা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে আরও উল্লেখ করা হয়,গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের ৩৯জন চান্দিনা উপজেলার বাসিন্দা।
বাকিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২৬জন, আর্দশ সদরে ১৩, সদর দক্ষিণে ২, বুড়িচংয়ে ৫, ব্রাহ্মণপাড়ায় ১, চৌদ্দগ্রামে ৩, দেবিদ্বারে ৫, লাকসামে ১, নাঙ্গলকোটে ১৩, বরুড়ায় ১৬, দাউদকান্দিতে ৩২, মনোহরগঞ্জে ১৪, মুরাদনগরে ৫, লালমাইয়ে ১৩, হোমনায় ১৭, তিতাস ১, মেঘনায় ৩ জন শনাক্ত হয়েছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 23, 2021 7:46 pm by প্রতি সময়