সারাদেশের বেদেদের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়া বেদে পল্লীতেও করোনা ও লকডাউনের দিন বদলের পালায় কঠিন জীবন পার করছে বেদে সম্প্রদায়ের নারী, পুরুষ, শিশুরা।
ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদে বেদে পল্লীটি অবস্থিত। ঝড় বৃষ্টির মধ্যেও খোলা আকাশের নিচে পলিথিন কিংবা পাটের বস্তুা দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে জীবন যাপন করছে। এখানকার ১১টি পরিবারের প্রায় ৪০জন সদস্য লকডাউনের কারণে পার করছে মানবেতর জীবন যাপন।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে কথা হয় বেদে পল্লীর মজিব মিয়াসহ কয়েকজনের সঙ্গে। তিনি জানান, কঠোর লকডাউনে কোন কাজকর্ম না থাকায় খেয়ে না খেয়ে আমরা এখন দিনাপাত করছি।
বেদে বাতাসী বেগম জানান,মানুষের বাড়িতে গেলেই আজকাল তাড়িয়ে দেয়। আমরা প্রতিদিন শিংগা,শিংগা লাগানো,ঝাড়ফুক এবং বিভিন্ন ধরনের তাবিজ কবজ এবং পুরুষরা সাপ ধরা, সাপের খেলা দেখিয়ে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। কিন্তু লকডাউনে কোন কর্ম করা যাচ্ছেনা। আর করোনায় আমরা যেসব কাজ জানি তাও বাড়ি বাড়ি ঘুরে করা যায় না। এতো কষ্টে আছি- যা বুঝানো যাবে না।
কাকলি বিবি জানালেন, দিন বিশেক আগে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেয়েছি। এসব দিয়ে কোনরকমে চলেছে। কিন্তু এখন তো খাওয়ার কিছু নেই। এলাকার মানুষ মাঝেমধ্যে কিছু দেয়। এভাবে আর কতদিন। করোনার এই সময়টাতে সরকার আমাদের মতো বেদেদের জন্য খাদ্য ও অর্থ সাহায্য করলে আমরা বেঁচে থাকতে পারবো। বড় মানবেতর জীবন পার করছি আমরা।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 28, 2021 10:45 pm by প্রতি সময়