দেশের অন্যান্য জেলার মতো করোনায় মৃতের সংখ্যায় কুমিল্লাও এগুচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় কুমিল্লায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮২ জনে।
বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন মোবারক হোসেন দিগন্ত গণমা্ধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার একজন, চৌদ্দগ্রামের একজন, সদর দক্ষিণের একজন, নাঙ্গলকোটের একজন এবং বরুড়া উপজেলার একজন রয়েছেন।
সিভিল সার্জন মোবারক হোসেন আরও জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজে ৫৮৩টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৯২ জন। আক্রান্তের হার ৩২ দশমিক ১ শতাংশ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 1, 2021 8:01 pm by প্রতি সময়