রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

করোনায় কুমেক হাসপাতালে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়াল

এম এইচ মনির, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২১৭ দেখা হয়েছে
#ফাইলফটো

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে কভিড-১৯ চিকিৎসা কার্যক্রম শুরুর ৭২তম দিনে মৃতর সংখ্যা ৩৫১জনে দঁড়িয়েছে।

এদিকে গত শনিবার রাত থেকে রবিবার (১৬ আগষ্ট) সকাল পর্যন্ত উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজন নারী। ৫৬ বছর বয়সী ওই নারীর বাড়ি শাসনগাছা এলাকায়। অন্যজনের বাড়ি বরুড়া উপজেলার দেওয়া গ্রামে। তাঁর বয়স ছিল ৬০ বছর।

হাসপাতালের সহকারী সার্জন মোয়াজ্জেম হোসেন জানান, মৃত ব্যক্তিদের মধ্যে ২৫৩ জন পুরুষ আর নারী ৯৮ জন। তাঁদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে ৩০৩ জন এবং করোনা পজিটিভ হয়ে ৪৮ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন ১৮১ জন, করোনা ওয়ার্ডে ৫৬ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ১১৪ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম এক মাসে এই হাসপাতালে মারা গেছেন ১৬৬ জন রোগী। পরের মাসে ১২৪ জন। গত ১৩ দিনে মারা গেছেন ৬১ জন। ঈদের পর থেকে মৃত্যুর সংখ্যা বাড়ছে।রোগীর স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত সেবা মিলছে না হাসপাতালটিতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীরা মুমূর্ষু অবস্থায় পৌঁছালেই কেবল হাসপাতালে ভর্তি হন। ফলে তাঁদের আর কিছু করার থাকে না। বেশির ভাগ রোগী ভর্তিই হয় সংকটাপন্ন অবস্থায়।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, ‘সংকটাপন্ন রোগীদের বাঁচানো যাচ্ছে না। জ্যেষ্ঠ চিকিৎসকদের পরামর্শে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের চেষ্টার সর্বোচ্চটা করছি।’

২৪ ঘন্টায় সুস্থ ৭২ ,নতুন শনাক্ত ৪৪ জন:

কুমিল্লায় গত ২৪ ঘন্টয় নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ২৩৭ জনের। জেলায় এদিনে ৭২ জনসহ সর্বমোট সুস্থ হয়েছে চার হাজার ৭৫৩ জন। রবিবার একজনসহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১৫৬ জন। গতকাল রবিবার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রবিবার শনাক্তদের মধ্যে রয়েছে কুমিল্লা নগরী, সদর দক্ষিণ, চান্দিনা ও চৌদ্দগ্রামে দুইজন করে, বরুড়া ও দাউদকান্দিতে চারজন করে, নাঙ্গলকোট ছয়জন, দেবিদ্বারে ১০জন, মুরাদনগরে তিনজন, হোমনায় সাতজন, তিতাস ও  মনোহরগঞ্জে একজন করে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on August 16, 2020 4:32 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102