কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে মৃত্যুর হার বেড়েই চলছে। মেডিকেলের করোনা ইউনিটে এ পর্যন্ত করোনা পজিটিভ ৬৭জন ও করোনা উপসর্গের ১১২জনসহ মোট ১৮৪জন মৃত্যুবরণ করেছেন।
গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৫ জন ও নারী ৪ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
মৃত্যুবরণ করা ৯জনের মধ্যে করোনা পজিটিভে কুমিল্লার বুড়িচং উপজেলার আমির হোসেনের স্ত্রী রেহানা বেগম (৬২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শচীন চন্দ্র পালের ছেলে চয়ন কুমার মারা যান।
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল্লাহর মেয়ে ফিরোজা বেগম (৬০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫) কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮) এবং চাঁদপুর মতলব উপজেলার নিকিল সরকারের ছেলে নারায়ণ সরকার (৪০)।
Last Updated on July 9, 2020 1:29 pm by প্রতি সময়