মহামারি করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে মোকাবেলা করার আহ্বান জানিয়ে গণসচেতনতামূলক র্যালী করেছে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ।
কুমিল্লায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ জুলাই) দুপুরে মুরাদনগর থানা প্রাঙ্গণ থেকে র্যালীটি বের করা হয়।
র্যালীতে কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, থানার অফিসার ইনচার্জসহ কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।
র্যালীটি মুরাদনগর সদরের আল্লাহু চত্বর হয়ে কোম্পানীগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এসময় র্যালী থেকে জনসাধারণকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। সবাইকে মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। লকডা্উনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হবারও আহ্বান জানানো হয়।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত সরকারী নির্দেশনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করার জন্যই এই র্যালি করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 24, 2021 9:33 pm by প্রতি সময়