করোনাকালে রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন।রোগীদের পরামর্শ দিয়েছেন কোভিড-১৯ থেকে কিভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষা রাখবেন। করোনাকালে গর্ভের সন্তান ও প্রসূতি মায়ের যত্নে থাকার বিষয়েও রোগীদের সচেতন করতেন। আর সেই চিকিৎসক ডা. আইরিন পারভীন (৪৫) নিজেই আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। কেবল আক্রান্তই নয়, করোনা চিরবিদায় দিলেন ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা.আইরিন পারভীনকে।
শনিবার মধ্যরাতে রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. আইরীনের স্বামী ও জেলার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
রবিবার (৬ ডিসেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার রত্বাবতী গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
#এই ছবি এখন কেবলই স্মৃতি।
ডা. আইরীন কুমিল্লা মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের ছাত্রী ছিলেন। পারিবারিক জীবনে তার ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
নিহত আইরিনের স্বামী ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, কুমিল্লায় করোনা শনাক্ত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রীকে ঢাকার বিএসএমএমইউ’র কোভিড আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।
ডা. আইরিনের মৃত্যুতে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, কুমিল্লার বিশিষ্ট কার্ডিওলজিষ্ট ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, বিশিষ্ট সনোলজিষ্ট ডা. মল্লিকা বিশ্বাস, এবং ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 6, 2020 8:17 pm by প্রতি সময়