করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ এম হাসান।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা যায়, করোনা আক্রান্ত হওয়ার পর তিনি বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক বাংলার আলোড়ন’র প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, নিউ এজ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ইয়াসমিন রীমা, ডেইলি ইভিনিং নিউজ প্রতিনিধি সাদিক মামন, বাংলাভিশন ও আমাদের সময় প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, ডেইলি স্টার প্রতিনিধি খালিদ বিন নজরুল, বাংলানিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ জিতু ও কুমিল্লা জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
Last Updated on July 17, 2020 3:00 pm by প্রতি সময়