জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি’র সহযোগিতায় ও আল-মারকাজুল ইসলামীর তত্ত্বাবধানে করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির গোসল ও কাফন-দাফন, সৎকার ব্যবস্থাপনা বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কুমিল্লা টাউনহলের মুক্তিযোদ্ধা কর্ণারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।অর্ধদিবস ব্যাপি প্রশিক্ষন কর্মশালায় সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মাদরাসার পরিচালকসহ অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আল-মারকাজুল ইসলামী’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামযা শহিদুল ইসলাম। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল্যাহ, ছাতিপট্টি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ, মুফতি শামসুল ইসলাম জিলানী ও হাফেজ মাওলানা মিজানুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় মৃতদেহকে ধর্মীয়ভাবে সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব দেয়া হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 29, 2020 6:34 pm by প্রতি সময়