জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ও জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে পুলিশ।
করোনা ভাইরাস টেস্টের নামে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার সঙ্গে ডা. সাবরিনার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পুলিশ তাতে গ্রেফতার করে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, ডা. সাবরিনার জেকেজি হেলথ কেয়ার এ পর্যন্ত ২৭ হাজার রোগীর করোনার টেস্টের রিপোর্ট দেয়। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ রিপোর্ট তারা নিজেরা তৈরি করেছে। জেকেজির ৭-৮ জন কর্মী মিলে ভুয়া এসব রিপোর্ট তৈরি করে।
রোগীদের ১০টি প্রশ্ন দেয়া হতো। এর মধ্যে ৫টির বেশি প্রশ্ন করোনা উপসর্গের সঙ্গে মিলে যেত তাকে করোনা পজিটিভ রিপোর্ট দেয়া হতো। অন্যদের দেয়া হতো নেগেটিভ রিপোর্ট। এভাবেই চলছিল করোনা পরীক্ষার নামে প্রতারণা।
Last Updated on July 21, 2020 3:38 pm by প্রতি সময়