‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে শুরু হয়েছে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
কর্মসূচির অংশ হিসেবে সরকারের করোনাভাইরাসজনিত নির্দেশনা মেনে চলার জন্য রবিবার (২৫ জুলাই) হোমনা থানা পুলিশ সচেতনতামূলক র্যালী বের করে।করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষেই এ র্যালীর আয়োজন করা হয়।
র্যালীতে কুমিল্লা জেলার হোমনা-মেঘনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক, অফিসার ইনচার্জসহ থানার কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।
র্যালীটি হোমনা সদরের চৌরাস্তা হয়ে পঞ্চবটি, ঘাড়মোরা, রঘুনাথপুর, দুলালপুর ও রামকৃষ্ণপুরসহ বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে।
র্যালী থেকে জনসাধারণকে লকডাউনে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানানো হয়। এছাড়াও মাস্ক পরা, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, স্বাস্থ্যবিধি মানতে ও মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে আমাদের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করা হয়। পথচারিদের মাঝেমাস্ক বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত সরকারের নির্দেশনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করার জন্যই এ র্যালী করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 25, 2021 10:52 pm by প্রতি সময়