।। ছবি তুলেছেন সালাউদ্দিন সুমন ।।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা করোনা মোকাবিলায় জনগণের জন্য কাজ করছি। করোনার কারণে পুরো পৃথিবী একটা অর্থনৈতিক বিপর্যয়ের মুখে। তা থেকে উত্তোরণের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সোমবার (২৭ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে হাই ফ্লো নজেল ক্যানোলা এবং এন ৯৫ মাস্ক হস্তান্তরকালে এ আহ্বান জানান।
এমপি বাহার বলেন, দেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূল করা হয়েছে। তাই অন্তত সবাই মাস্ক ব্যবহার করাটা নিশ্চিত করুন। এতে নিজে নিরাপদ থাকবেন এবং পাশের জনকে নিরাপদে থাকতে সহায়তা দিচ্ছেন। এই ভাইরাসের বিস্তার রোধে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এমপি বাহার আরও বলেন, শুধু আপনাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে কুমিল্লার গণমানুষের পাশে আছি। আপনারা এ পরিস্থিতিতে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রথমেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করুন। এতে নিজের ও পরিবারের সদস্যরা সুস্থ থাকবে।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের সার্বিক ব্যবস্থাপনায় ইস্পাহানি গ্রুপ, নুর মহল, স্টার গোল্ড’র অর্থায়নে হাই ফ্লো নজেল ক্যানোলা (এইচ এফ এন সি) এবং চিকিৎসা কর্মীদের জন্য এন ৯৫ মাস্ক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আসলাম হোসেন চৌধুরী, নুর মহলের সত্বাধিকারী ১নং কালীর বাজার ইউনিয়ন পরিষদ চেয়্যাম্যান আলহাজ¦ সেকেন্দার আলী,স্টার গোল্ড এর প্রতিনিধি ও কুমিল্লা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: তাসনীম ইসরাত প্রমুখ।
Last Updated on July 27, 2020 3:31 pm by প্রতি সময়