কুমিল্লায় করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘মাস্ক আমার সুরক্ষা সবার’ এ ম্লোগানে কিভাবে করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষা রাখা যায় এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয়। সরকারের এটুআই, কেভিনেট ডিভিশন, আইসিটি বিভাগ ও ইউএনডিপি’র ব্যবস্থাপনায় কর্মশালায় কুমিল্লা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের প্রতিনিধি, সিটি করপোরেশন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মশালায় করোনাভাইরাস সংক্রামন রোধ, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলা, সঠিক নিয়মে মাস্ক পরা বিষয়ে অংশগ্রহনকারিরা আলোচনা করেন। এ বিষয়ে একটি পাওয়ারপ্লান্ট উপস্থাপন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিল্লা সিভিল সার্জন ডা. মোবারক হোসাইন, কুমিল্লা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত উসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আফজাল হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নিতীশ সাহা।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 26, 2021 11:03 pm by প্রতি সময়