‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, মহামারি করোনাভাইরাসের এক কঠিন সময়ে আমরা এবছরও পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি। তাই আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। খামখেয়ালি করবেন না। আপনার অসতর্কতা ডেকে আনতে পারে আপনার পরিবার ও আশপাশের মানুষের জন্য সংক্রমণের বিপদ। করোনা মহামারির বর্তমান খারাপ পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে সম্মিলিতভাবে মোকাবেলা করুন।
কুমিল্লার আপামর জনগণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
আজ বুধবার (২১জুলাই) সকাল সাড়ে ৭টায় কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ শুরুর আগে এমপি হাজী বাহার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ত্যাগ ও কোরবানীর শিক্ষায় সব মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা জেগে উঠুক। জাগ্রত হোক মনুষ্যত্ব। মহান আল্লাহর দরবারে সকলের প্রার্থনায় করোনা মহামারির বিপর্যয় থেকে দেশবাসী মুক্তি পাক।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 21, 2021 10:14 pm by প্রতি সময়