করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেছেন, টিকা আসার পর থেকে আমরা অনেকেই মাস্ক ব্যবহার ওপর গুরুত্ব দিচ্ছি না। এর ফলে প্রতিদিনই আগের তুলনায় আবারও বেড়ে যাচ্ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞদের পরামর্শ ও সরকারের পক্ষ থেকেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বার বার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। অনেককেই দেখা যায় মাস্ক ছাড়াই বাইরে যাচ্ছেন। অথচ মাস্ক ব্যবহার না করলে টিকা নেওয়ার পরেও হতে পারেন করোনা আক্রান্ত। সংক্রমণ রোধে মাস্ক ব্যাবহার নিশ্চিত করতে হবে। আর ঘন ঘন হাত ধুতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।
শনিবার (২০ মার্চ) দুপুরে আদর্শ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের কাশিনাথপুরে অবস্থিত জাতীয় পুরস্কার প্রাপ্ত দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেডের ৫৩ তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট টুটুল আরও বলেন, আমাদের সম্পদ সীমিত কিন্তু সীমিত সম্পদকে পরিকল্পনা অনুযায়ী সদ্ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে¡ সমৃদ্ধির পথে সারা দেশ। গ্রাম-শহর সকল স্থানেই রাস্তা,কালভার্ট ও ব্রিজের কাজ হচ্ছে।২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ যাচ্ছেন বর্তমান সরকার। দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।
‘প্রগতিতে জীবন স্বয়ংসম্পূর্ণতা অর্জন’ এ শ্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ¦ মুহাম্মদ ইয়াছিনকে স্মরণের মধ্য দিয়ে দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেডের ৫৩ তম বার্ষিক সাধারন অনুষ্ঠিত হয়।
দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেটিসিসিএ’র ভাইস চেয়ারম্যান জুনায়েদ শিকতার তপু, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো: এনামুল হক এনাম।
এসময় দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সহ-সভাপতি আবুল কালাম স্বপন,সহকারী ব্যবস্থাপক নাছিমা ইয়াছমিন, আওয়ামী লীগ নেতা কামরুল হাছান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুব আলম পল্লব, সাবেক ছাত্রলীগ নেতা রোটারিয়ান আবদুল হান্নান সহ অনান্যরা উপস্থিত ছিলেন।
Last Updated on March 20, 2021 8:33 pm by প্রতি সময়