কুমিল্লার বরুড়ায় সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ১০ নং শিলমুড়ী উত্তর ইউনিয়নের শোলাপুকুরিয়া গ্রামের কাজী মমিন উল্লাহ ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ সোলেমান ভূঁইয়া, বিদ্যালয় প্রধান শিক্ষক নিগার সুলতানা।
কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- ফয়েজুল ইসলাম পলাশ (বিদ্যুৎসাহী পুরুষ), কার্যনির্বাহী কমিটির সদস্য জান্নাতুল মাওয়া (বিদ্যুৎসাহী সদস্য মহিলা), অভিভাবক সদস্য কৃষ্ণ কান্ত শর্মা, কামরুন নাহার, নাজমা আক্তার, অঞ্জনা পোদ্দার (দাতা সদস্য), জাকির হোসেন (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি), আবুল কাশেম (ওয়ার্ড সদস্য), খোরশেদ আলম (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি), ও সদস্য সচিব নিগার সুলতানা (প্রধান শিক্ষক)।
নবনির্বাচিত সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মমিন উল্লাহ ভুইয়া বলেন, সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এজন্য আমি অভিভূত ও কৃতজ্ঞ। তিনি বলেন, বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করবো। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সকল শ্রেনি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
Last Updated on February 29, 2024 11:00 pm by প্রতি সময়