কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নং কালির বাজার ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম মিঠুকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন প্রধান অতিথি আরফানুল হক রিফাত।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আর্দশ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিলা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর ও আতিক উল্লাহ খোকন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুলহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, ১ নং কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দার আলী , মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল, আর্দশ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল ও কাজী খোরশেদ আলম, কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, কুমিল্লা মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইউনুছ। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাকসুদুর রহমান টিটু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম পল্লব। এসময় কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ইমরান হোসেন খান জেকি, সমাজকল্যান সম্পাদক ইব্রাহিম হোসেন সিপন সহ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Last Updated on September 23, 2022 11:28 pm by প্রতি সময়