নানা আয়োজনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান টুটুল বলেন, শ্রেণিকক্ষে পাঠদান বিদ্যালয়ের গুরুত্বপূর্ন অংশ কিন্তু একমাত্র কাজ নয়। পাঠ্যপুস্তকের পাশপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে হবে। একজন শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে সুস্থ বিনোদনের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিমূখি করে গড়ে তুলতে হবে। স্মাট বাংলাদেশের গড়তে এ শিক্ষার্থীরাই অগ্রনী ভূমিকা রাখবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুল রহমান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মো. খোরশেদ আলম, কৃষি ও সমবায় সম্পাদক মো. আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার ভূইয়া বশির,সমাজসেবক আবদুল হালিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক মো. আবু তাহের। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ক্ষুদিরাম দেবনাথ, অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এইচ মনির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেজাউল করিম মিঠু সহ দলীয় নেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্যাভিনয় ছিল দর্শক নন্দিত। শিক্ষক-শিক্ষার্থী ও কমিটির সদস্য সহ অভিভাবকরা দিনটি উদযাপন করে এক আনন্দমূখর পরিবেশে।
Last Updated on February 15, 2023 8:55 pm by প্রতি সময়