কাশিমপুর কেন্দ্রিয় কারাগার (ফাইল ছবি)#
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রিয় কারাগার থেকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক কয়েদি আবু বকর সিদ্দিকের সন্ধান এখনও পায়নি কারা কর্তৃপক্ষসহ আইন শৃঙ্খলা বাহিনী।আর এ ঘটনায় দায়িত্ব ও কর্তব্যে চরম অবহেলার অভিযোগ এনে ২০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
অভিযুক্ত ২০ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা, বিভাগীয় ব্যবস্থা এবং কেন্দ্রিয় কারাগারের পরিবর্তে জেলা কারাগারে ও কম গুরুত্বপূর্ণ স্থানে পদায়নের সুপারিশ করেছেন তদন্ত কমিটি।
দেশজুড়ে আলোচিত এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, ‘তদন্ত কমিটির সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য আইজি প্রিজনকে নির্দেশ দেওয়া হয়েছে। যা হয়েছে, তা গুরুতর অন্যায়।’
তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, ‘সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, কারাগারের কোন কর্মকর্তা এত বড় একটি ঘটনার পর তা জানাননি। আমরা জেনেছি গোয়েন্দাদের কাছ থেকে। যেসব অনিয়ম কারাগারের ভেতরে পেয়েছি, সেগুলোর দায়ভার ঊর্ধ্বতন ব্যক্তিদের নিতেই হবে।’
যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে এরা হলেন, প্রধান কারারক্ষী আবুল কালাম আজাদ, সহকারী প্রধান কারারক্ষী আবদুর রউফ, শওকত আলী, কারারক্ষী আহম্মদ আলী, হক মিয়া, মনিরুল ইসলাম, আলী নূর, সজীব হোসাইন, আনোয়ার, ইউসুফ, রাকিবুল হাসান, শহিদুল ইসলাম ও আরিফ সরকার।
ঊর্ধ্বতনদের মধ্যে রয়েছেন ডেপুটি জেলার ফারুক হোসেন, মনির হোসেন, আখেরুল ইসলাম, নূর মোহাম্মদ সোহেল, জেলার বাহারুল ইসলাম, ডেপুটি জেল সুপার মাহবুব কবির ও সিনিয়র জেল সুপার জাহানারা বেগম।
তদন্ত কমিটির সুপারিশে বলা হয়, কেন্দ্রিয় কারাগারে দায়িত্ব পালনের জন্য তাদের দক্ষতা ও সক্ষমতা নেই বলে তদন্তে প্রমাণিত হয়েছে। তারা দায়িত্ব ও কর্তব্যে চরম অবহেলা করেছেন।
উল্লেখ্য,যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত কয়েদি আবুবক্কর সিদ্দিক (৩৪) গত ৬ আগষ্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রিয় কারাগার পাট-২ থেকে পালিয়ে যায়। এরপর থেকে কারা কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী তার খোঁজ পাচ্ছেনা। এর আগেও রাজশাহী কারাগারে থাকতে আবুবক্কর ছিদ্দিক সেপটি ট্যাংকে লুকিয়েছিল।পলাতক কয়েদি আবুবক্কর ছিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর এলাকার তেছের আলী গাইনের ছেলে। তার কয়েদি নং- ৭৯৩৪/এ।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 29, 2020 3:39 pm by প্রতি সময়