কুমিল্লা নগরীর নুরপুর হাউজিং এস্ট্রেট এলাকা হতে ৫০ কেজি গাঁজাসহ মোহাম্মদ হাসান জিসান (২৫) নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার (১২ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় পুলিশ অভিযান পরিচালনা করে গাঁজা সহ ওই যুবককে আটক করে।
আটক হওয়া মোহাম্মদ হাসান জিসান নগরীর কুচাইতলী এলাকার আব্দুল হালিমের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ নুরপুর হাউজিং এস্টেট স্বপ্নের ছায়া বাড়ির উত্তর পার্শ্বে নির্মাণাধীন পরিত্যক্ত ছাদ বিহীন বিল্ডিংয়ের সামনে ঝোপের ভেতর থেকে মোহাম্মদ হাসান জিসানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২টি প্লাষ্টিকের বস্তায় থাকা ৫০ কেজি গাঁজা জব্দ করে।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু হানিফ অপু (৩৪) নামের আরেক যুবক পালিয়ে যায়। অপু কাটাবিল সর্দার বাড়ির শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানায় আটক মোহাম্মদ হাসান জিসানের বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ ৭টি মামলা এবং পলাতক আবু হানিফ অপুর বিরুদ্ধে অস্ত্র, মাদক, মারামারির ১১টি মামলা বিচারাধীন আছে।
Last Updated on August 13, 2023 10:59 pm by প্রতি সময়