কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) মেডিকেল সেন্টারে চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি ফার্মাসিটিক্যাল কোম্পানি বেক্সিমকো।
সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন বেক্সিমকোর প্রতিনিধি দল।
চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে দুইটি বেড, একটি এক্স-রে ভিউ বক্স, একটি ইসিজি মেশিন, অপারেশন সামগ্রী, জীবাণুমুক্ত করার অটোক্লেব মেশিন।
এসময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি দলের প্রধান এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সামগ্রী প্রদান করতে পেরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস খুব খুশি, এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। ভবিষ্যতেও বেক্সিমকো বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে।
Last Updated on August 28, 2023 9:51 pm by প্রতি সময়