শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী জালিয়াতি করে নাম স্বাক্ষর ব্যবহার করায় বুড়িচং উপজেলা বিএনপি সভাপতির ক্ষোভ চান্দিনায় স্বর্ণ ও সঞ্চয়ের কোটি টাকা নিয়ে লাপাত্তা পর্শীয়া জুয়েলার্সের প্রদীপ

কুবিতে জাতীয় শিশু দিবসে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা

তুষার ইমরান, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৩৮ দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়।

এর আগে ব্যবসা শিক্ষা অনুষদের ভবনের ৫ম তলা পরীক্ষা হল রুমে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে ‘ক’ ক্যাটাগরিতে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি এবং ‘খ’ ক্যাটাগরিতে ৩য় থেকে ৫ম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ১২টি স্কুলের প্রায় অর্ধশত শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

এতে ক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে বার্ড মডেল স্কুলের তিন শিশু শিক্ষার্থী আইয়ান হাসান রাফিক ( ১ম শ্রেণি), আসফিয়া মিলহান (২য় শ্রেণি) ও আফসান ( নার্সারি শ্রেণি)
খ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করেছে বার্ড মডেল স্কুলের চতুর্থ শেণীর শিক্ষার্থী হুরী জান্নাত তাছনিম, দ্বিতীয় স্থান অর্জন করেছে রাহমানিয়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাইদা জামান এবং তৃতীয় স্থান অর্জন করে ওয়াইডাব্লুসিএ স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আফনান আহাদ নিনীথ।

 

প্রতিযোগিতার ‘ক’ ও ‘খ’ ক্যাটাগরিতে ৬ জন সহ মোট ১৬ জন শিশু শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন।

 

চিত্রাঙ্গন অঙ্গন প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. মেহের নিগার বলেন, এই চিত্রাঙ্গন প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য শিশুদের উৎসাহ প্রদান করা। শিশুরা যেন দেশকে, দেশের সমাজ ব্যবস্থাকে, সংস্কৃতিকে যেন চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারেন এবং চিত্রাঙ্গনের মাধ্যমে শিশুদের মননশীলতারও বিকাশ ঘটবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন শিশুদের পছন্দ করতেন। তারই স্মৃতিতে এই আয়োজন।

 

এ আয়োজনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও শিশু দিবস-২০২৪ এর আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিজানুর রহমান , ট্রেজারার ড. মুহাম্মদ আসাদুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবির।
এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, নতুন লাইব্রেরি উদ্বোধন এবং দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় পরিবার।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!