সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার সাংবাদিক নেকবর হোসেনের পিতার ১১তম মৃত্যুবার্ষিকী আজ দেড়যুগ পর কুমিল্লা স্টেডিয়ামে বেঁজে ওঠলো হৃদয়ছোঁয়া দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মিছিল কুমিল্লা স্টেডিয়ামে ১৮ বছর পর শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার দেশের সকল ক্লান্তিলগ্নে স্কাউটরা নিয়োজিত থাকে : স্কাউটার তৌহিদুল কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ সাতজন নিহত চট্টগ্রামে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে আশেকে রাসূলের ঢল # হেদায়তময় জীবনের ঐশী ঠিকানা খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত : মাননীয় মোর্শেদে আজম কুমিল্লা টাউনহলের এডহকসহ ২টি উপকমিটি গঠন মুরাদনগরে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ তিতাসে ফসলি জমি থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার স্কাউটিং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ সহযোগিতা করে : প্রফেসর একেএম সেলিম চৌধুরী যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান মুরাদনগরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুবিতে পিস অ্যান্ড সেইফটি ক্যাফ

কুবি’র ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন ‘লিবারেল মাইন্ডস’র সভাপতিকে শিক্ষকের ধমক!

তুষার ইমরান, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন ‘লিবারেল মাইন্ডস’ এর দায়িত্ব পালনকালে সংগঠনের সভাপতিকে ধমকালেন সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।

 

এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি ও অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদ জানিয়ে সংগঠনের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আনোয়ার আজম।

 

সোমবার (২৯ জানুয়ারি) ‘লিবারেল মাইন্ডস’র উপদেষ্টা অধ্যাপক এম.এম শরিফুল করিম বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। একই চিঠির অনুলিপি দিয়েছেন বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক, লিবারেল মাইন্ডস কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা বরাবর।

 

পদত্যাগ পত্র সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন ‘লিবারেল মাইন্ডস’ এর গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী নির্বাচনের প্রার্থীদের তালিকা তৈরি এবং মনোনয়নপত্র যাচাইয়ের দায়িত্ব পালনকালে বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ক্লাবের সভাপতি আনোয়ার আজমকে বকাঝকা করেন ও ধমকাতে থাকেন এবং বিভিন্নভাবে অপমানজনক কথাবার্তা বলেন। যে সময় বিভাগের কয়েকজন জুনিয়র শিক্ষার্থীও সেখানে উপস্থিত ছিলেন। যা বিভাগের সিনিয়র শিক্ষার্থী এবং ক্লাবের সভাপতি হিসেবে চরম অপমানজনক বলে মনে করে আনোয়ার আজম পদত্যাগ পত্র জমা দেন। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধান উপদেষ্টা বরাবর অনুরোধ জানান।

 

এই বিষয়ে ‘লিবারেল মাইন্ডস’র পদত্যাগকৃত সভাপতি আনোয়ার আজম বলেন, বিভাগে কাজ করার পর বিদায়ী মুহূর্তে নিজ বিভাগের একজন শিক্ষক দ্বারা এমন একটি অপ্রীতিকর ঘটনার কারণে আমি চরম বিব্রত এবং ব্যথিত। ম্যাম উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এমনটি করেছেন বলে আমি মনে করি।

 

তিনি আরো বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ, নির্বাচনে হস্তক্ষেপ বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই হয়ত তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন বলে আমি মনে করছি।

 

এই বিষয়ে শিক্ষক শারমিন সুলতানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদকের পরিচয় পেয়ে কল কেটে দেন।

 

‘লিবারেল মাইন্ডস’র প্রধান উপদেষ্টা অধ্যাপক এম.এম শরিফুল করিমের সাথে কথা বললে তিনি জানান, অসুস্থতাজনিত কারণে তিনি বর্তমানে বিভাগের বাহিরে আছেন। তবে তিনি এই বিষয়টি সম্পর্কে আজ সকালে জেনেছেন এবং আগামীকাল তিনি এই বিষয়ে কথা বলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন।

 

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাসের সাথে এই বিষয়ে কথা বলতে চাইলে তিনি মুঠোফোনে কোন বক্তব্য দিতে রাজি নন বলে জানান।

Last Updated on January 30, 2024 10:06 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102