কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন ২০২৩-২৪ সেশনের এক ছাত্রী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় ভুক্তভোগী শিক্ষার্থী তার অভিভাবকসহ কুবি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগে জানা যায় , ‘গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পী ওই শিক্ষার্থীকে ফোন দিয়ে দেখা করার কথা বলেন। বাপ্পির কোথায় ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে ক্যাম্পাসের পার্শ্ববর্তী নির্জন স্থানে তাকে নিয়ে গিয়প জোরপূর্বক শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে। এ ঘটনায় ওই শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
অভিযোগ করাকালে প্রক্টর অফিসে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তার অনুমতি ছাড়া বায়েজিদ আহম্মেদ বাপ্পী ছবি তুলেছেন। তখন বাপ্পীকে প্রক্টর অফিসে ডেকে এনে সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম তার ফোন চেক করে ঘটনার সত্যতা পান। পরে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম তদন্তের স্বার্থে বাপ্পীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে রেখে দেন।
হেনস্তার বিষয়ে জানতে চাইলে বায়েজিদ আহম্মেদ বাপ্পী জানান, তিনি অভিযোগকারী শিক্ষার্থীকে পছন্দ করেন এবং তাকে জোরপূর্বক নিয়ে যাননি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, প্রাথমিক সত্যতার ভিত্তিতে বায়েজিদকে হল ত্যাগের নির্দেশ দিয়েছি এবং তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী অনিরাপদ বোধ করবে এমন কোন কাজ করবেনা মর্মে বাপ্পীর মুচলেকা নিয়েছি। তদন্ত চলাকালীন সময়ে সে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।অভিযোগপত্রটি আমরা প্রশাসন বরাবর পাঠিয়েছি৷
কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, আমরা বায়েজিদ আহম্মেদ বাপ্পীর রুমে নতুন তালা দিয়েছি। আর সে হলে আসলে প্রক্টরিয়ালবডিকে অবগত করবো।
Last Updated on December 3, 2024 8:39 pm by প্রতি সময়