সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার সাংবাদিক নেকবর হোসেনের পিতার ১১তম মৃত্যুবার্ষিকী আজ দেড়যুগ পর কুমিল্লা স্টেডিয়ামে বেঁজে ওঠলো হৃদয়ছোঁয়া দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মিছিল কুমিল্লা স্টেডিয়ামে ১৮ বছর পর শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার দেশের সকল ক্লান্তিলগ্নে স্কাউটরা নিয়োজিত থাকে : স্কাউটার তৌহিদুল কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ সাতজন নিহত চট্টগ্রামে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে আশেকে রাসূলের ঢল # হেদায়তময় জীবনের ঐশী ঠিকানা খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত : মাননীয় মোর্শেদে আজম কুমিল্লা টাউনহলের এডহকসহ ২টি উপকমিটি গঠন মুরাদনগরে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ তিতাসে ফসলি জমি থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার স্কাউটিং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ সহযোগিতা করে : প্রফেসর একেএম সেলিম চৌধুরী যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান মুরাদনগরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুবিতে পিস অ্যান্ড সেইফটি ক্যাফ

কুবি’র দুই শিক্ষার্থীকে হিসাব কর্মকর্তার হুমকি

জাওয়াদ উর রাকিন খান, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৫৫ দেখা হয়েছে

‘ম্যাডাম’ বলে সম্বোধন না করায় সনদপত্র উত্তোলনের ফর্মে সাইন না করার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের হিসাব কর্মকর্তা তানিয়া আক্তারের বিরুদ্ধে। এছাড়া কিভাবে সনদপত্র উত্তোলন করবে সেটাও দেখে নিবেন বলে হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে।

সোমবার (১৫ই মে) দুপুর আড়াইটার দিকে স্নাতকের সনদপত্র তোলার ফর্মে স্বাক্ষর নিতে অর্থ ও হিসাব দপ্তরে গেলে এ ঘটনা ঘটে।।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জারিফাহ তাসমিয়াহ প্রেরণা ও রিদওয়ানুল ইসলাম।

ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা স্নাতকের সার্টিফিকেট তোলার কার্যক্রমের এক পর্যায়ে স্বাক্ষরের জন্য অর্থ ও হিসাব দফতরে যায়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় তাদেরকে তানিয়া আক্তারের কাছে যেতে বলা হয়। তারা তানিয়া আক্তারের কাছে পরপর দুইবার যায়। দ্বিতীয়বার তানিয়া তাদের বলেন, আপনাদেরকে আমি স্বাক্ষর দিব না। আপনাদের সম্বোধন ঠিক নেই। আপনারা ম্যাডাম না ডেকে আপু কেন ডাকছেন?’

এই সময় তারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের স্যার-ম্যাডাম ডাকার বিষয়ে কোথায় লেখা আছে জানতে চাইলে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, আপনারা কিভাবে সার্টিফিকেট নিবেন তা দেখে নিব এবং তিনি তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে বলেন, আগে এমন চাকরি পেয়ে দেখান। সর্বশেষ অর্থ হিসাব দপ্তরের হিসাব কর্মকর্তা তানিয়া আক্তার উল্লিখিত দুই শিক্ষার্থীর ফর্মে স্বাক্ষর করেননি। তার পরিবর্তে অন্য আরেকজন কর্মকর্তা ফর্মে স্বাক্ষর করেন।

এ বিষয়ে রিদওয়ানুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে এসে এরকম ঘটনা অপ্রত্যাশিত। এর আগেও বিভিন্ন সহপাঠীদের কাছে প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারের কথা শুনেছি। আজ নিজের সাথেই হলো। নিজের বিশ্ববিদ্যালয়ে এমন আচরণের সম্মুখীন হওয়া লজ্জাজনক।’

এই বিষয়ে অর্থ ও হিসাব দপ্তরের হিসাব কর্মকর্তা তানিয়া আক্তারকে ফোন দেয় হলে তিনি আগামীকাল (মঙ্গলবার) অফিসে দেখা করে কথা বলতে বলেন। কিন্তু ফোনে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার ও হুমকির ঘটনা বিষয়ে জানতে চাইলে তিনি এক ঘন্টা পর ফোন দিতে বলেন। এক ঘন্টা পর একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: আবু তাহের এ বিষয়ে বলেন, ‘শিক্ষার্থীরা লিখিত অভিযোগ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সে চাকরিতে নতুন তাই হয়তো বিষয়টি বুঝতে পারেননি। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমি এ বিষয়ে অবগত না।’

Last Updated on May 15, 2023 8:44 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102