কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী সংগঠন ফার্মেসি সোসাইটির ২০২৪ সালের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।আগামী এক বছর এ কমিটি ফার্মেসি সোসাইটির দায়িত্ব পালন করবে।
সোমবার (২২ জানুয়ারি) এ কমিটি ঘোষণা করা হয়। ফার্মেসি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়।
ফার্মেসি সোসাইটির গঠনতন্ত্র অনুসারে সংগঠনটির সভাপতি হয়েছেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, নির্বাহী কমিটির সিদ্ধান্ত ক্রমে কোষাধ্যক্ষ হয়েছেন সহযোগী অধ্যাপক ড.জান্নাতুল ফেরদৌস এবং উপদেষ্টা হয়েছেন বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক বিদ্যুৎ কুমার সরকার।
বিভাগের ব্যাচের জ্যেষ্ঠতার ভিত্তিতে সহসভাপতি হয়েছেন ফাহমিদা জামান (স্নাতকোত্তর:২০২১-২২) সাধারণত সম্পাদক হয়েছেন গাজী মেহেদী হাসান রাকিব (স্নাতক:২০১৮-১৯)। এছাড়া সংঘটনটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো ইয়াসিন আরাফাত ( স্নাতক: ২০১৯-২০), শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়াসিম সাকিব (স্নাতক: ২০২০-২১), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মানসুরা তালুকদার (স্নাতকোত্তর : ২০২১-২২), ক্রীড়া সম্পাদক রামিম মিয়া (স্নাতক: ২০১৮-১৯), তথ্য ও প্রচার সম্পাদক নাজমুল হুদা শাওন (স্নাতক: ২০২০-২১), ছাত্রী বিষয়ক সম্পাদক আতেফা নাছার (স্নাতক: ২০১৮-১৯), এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর মোট সাতটি ব্যাচ থেকে ১৪ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়।
Last Updated on January 24, 2024 2:17 pm by প্রতি সময়