কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ’ এর কার্যকরী কমিটির সভাপতি পদ থেকে ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া অব্যহতি নেওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন কমিটির সহ-সভাপতি রিফাত আহমেদ।
সোমবার (১৭ জুলাই) কমিটির সদ্য বিদায়ী সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোঃ ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া সরকারি চাকুরীতে যোগদান করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি পদ থেকে তিনি স্বেচ্ছায় অব্যহতি নিয়েছেন।
এদিকে সভাপতি পদটি শূন্য হওয়ায় এ পদে সহ-সভাপতি রিফাত আহমেদ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
Last Updated on July 18, 2023 4:06 pm by প্রতি সময়