কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাঈদ হাসান।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন শেষে বিকাল ৩ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার ড. জান্নাতুল ফেরদৌস ও মো. কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহীন আলম (শেয়ার বীজ), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান রিজভী (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক মুরাদুল মুস্তাকিম মুরাদ (বাংলাভিশন-অনলাইন), দপ্তর সম্পাদক আবু শামা (দৈনিক কাল বেলা), তথ্য ও পাঠাগার সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক আমার বার্তা), কার্যনির্বাহী সদস্য রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক) এবং হাসান আল মাহমুদ (আমাদের নতুন সময়)।
উল্লেখ্য, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবম কার্যনির্বাহী কমিটি। ২০১৩ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকদের এ সংগঠনের কার্য-নির্বাহী কমিটির মেয়াদ এক বছর।
Last Updated on January 18, 2024 7:03 pm by প্রতি সময়