কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পরিসংখ্যান বিভাগ।
রবিবার (৩০ জুলাই) ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড. দুলাল চন্দ্র নন্দী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: আসাদুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খলিফা মোহাম্মদ হেলাল।
শোক সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, একদিন সবাইকে মৃত্যু বরন করতে হবে তবে এমন অকাল মৃত্যু আমাদের জন্য সহ্য করা কষ্টের। তিনি ভদ্র, নর্ম, শান্ত ও শ্রদ্ধাশীল স্বভাবের মানুষ ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের এক দিনের বেতন তার পরিবারকে প্রদান করা হবে। এবং আমার অধীনে নির্দিষ্ট একটি ফান্ড আছে, সেখান থেকে কিছু সাহায্য করা হবে।
তিনি আরও জানান, মরহুমের স্মৃতিতে বিশ্ববিদ্যালয়ে শাহ একলিমুর রেজার নামে একটা ল্যাব হবে। বিভাগে যে উপবৃত্তি প্রদান করা হয় এখন থেকে বৃত্তির নাম মরহুমের নামে হবে।
উপাচার্য মরহুম রাজার দেখানো পথে শিক্ষার্থীদের চলার আহ্বান করেন। তিনি শিক্ষার্থীদের স্ট্রেস না নিয়ে, নিয়মিত পড়াশোনা করতে বলেন। মরহুমের চিকিৎসার গাফিলতির করার উদ্দেশ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে একটি চিটি দিবেন, যাতে করে দ্বিতীয় বার কোনো ব্যক্তির সাথে এমন ঘটনা না ঘটে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের উপকরণ বৃদ্ধির সর্বাত্মক চেষ্টা এবং সেবা রাত ৮ পর্যন্ত খোলা রাখার কথা বলেন।
শোক সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির মরহুম শিক্ষককে স্মৃতিচারণ করে বলেন, শাহ একলিমুর রেজা অত্যন্ত বিনয়ী ও শান্ত স্বভাবের একজন মানুষ। সে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও নিজের মেধার মাধ্যমে আজ এখানে আসতে পেরেছেন। তিনি পরিবারে এক মাত্র উপার্জনক্ষম মানুষ, তাই বিশ্ববিদ্যালয় থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সাহায্য করা হবে।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পলাশ হাসানের সঞ্চালনায় শোক সভায় উপস্থিত ছিলেন মরহুম শাহ একলিমুর রেজার মা এবং পরিসংখ্যান বিভাগের সকাল শিক্ষক ও শিক্ষার্থীগণ।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে মরহুম শাহ একলিমুর রেজার একটি ডকুমেন্টারি দেখানো হয়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই মধ্যরাতে ব্রেইন স্ট্রোকে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা মৃত্যুবরণ করেন।
Last Updated on July 30, 2023 4:21 pm by প্রতি সময়