কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লা আজ ইভটিজিং,সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত। গত ১৪ বছরে কুমিল্লার ব্যাপক উন্নয়নের পাশাপাশি কুমিল্লাকে শান্তির নগরীতে প্রতিষ্ঠা করেছি। এখন ব্যবসায়ীসহ কাউকে চাঁদা দিতে হয় না। কুমিল্লা মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে। এখন আমাদের বড় সমস্যা মাদক। মাদক আমাদের নতুন প্রজন্মের জন্য বড় হুমকি। কুমিল্লাকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা চাই।
সোমবার কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন, আমার সকল রাজনৈতিক কর্মকান্ডের মূলে রয়েছে আমাদের প্রিয় নেত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই আজ দেশের মানুষ ভালো আছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনাকে এগিয়ে নিতে হবে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখে নতুন প্রজন্মের অহংকারের বাংলাদেশ গড়তে শেখ হাসিনার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
Last Updated on April 17, 2023 10:28 pm by প্রতি সময়