বাংলাদেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস হলো মাছ। কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি অনুধাবন করেই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন- ‘মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ’। মৎস্য সেক্টরের গুরুত্ব উপলব্ধি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন।
মৎস্য খাতের বহুমুখী কর্মকাণ্ডকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার এ সেক্টরের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বপ্রথম জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম ১৯৯৩ সাল থেকে শুরু হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সাল হতে দেশব্যাপী জাঁকজমকপূর্ণভাবে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এরি ধারাবাহিকতায় দেশব্যাপী নানা আয়োজনে উদযাপন হয়ে থাকে জাতীয় মৎস্য সপ্তাহ।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ সহ নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার নেকবর হোসেন জানান,
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় কুমিল্লা জেলাপ্রশাসন ও কুমিল্লা মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কৃষি দপ্তরের অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান, কুমিল্লা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেআরা বকুল, প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন। আলোচনা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বুড়িচং প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির জানান,
সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরন, বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মাছ চাষিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো: মশিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম মাষ্টার, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেওয়ান নাজমুল হুদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল,সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল ইসলাম রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, পীরযাত্রাপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগ প্রতিনিধি এম হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিন মৎস্য চাষী মো: মিজানুর রহমান খান, মো: আমজাদ হোসেন ও সফিকুর রহমানকে পুরস্কৃত করা হয়।
নাঙ্গলকোট প্রতিনিধি মজিবুর রহমান মোল্লা জানান,
নাঙ্গলকোট উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোণা অবমুক্ত এবং শ্রেষ্ঠ মাছ চাষি ক্রেস্ট ও সনদ বিতরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান মেহেবুব।
সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন দৌলখাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুর রহমান বাবলু, সমর চন্দ্র চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা।
সভাশেষে একটি র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হয়।
Last Updated on July 25, 2023 8:02 pm by প্রতি সময়