মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এসব প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জানা যায়, কুমিল্লা জেলায় ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা সমাজসেবা কমপ্লেক্স, তিতাস উপজেলাধীন কদমতলী জিসিসিআর-দাসকান্দি ভায়া হরিপুর বাজার সড়কে ৮৫৫ মি. চেইনেজে ১২৫.১০ মি. আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ সব বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের (ভার্চুয়ালি) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুমিল্লা আলেখারচর হাইওয়ের পাশে অবস্থিত জেলা সমাজসেবা কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাত করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এ.কে.এম আসাদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড.এম মিজানুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Last Updated on November 14, 2023 7:15 pm by প্রতি সময়