সারা দেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের বই বিতরণ উৎসব ও ওরিয়েন্টেশন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উসবমুখর পরিবেশে বাউবি পরিচালিত এসএসসি প্রোগ্রামের বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র এবং এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের তত্ত্বাবধানে সকল স্টাডি সেন্টারে একযোগ বাউবি’র এসএসসি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ও বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাউবি কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টি এম আহমেদ হুসেইন কুমিল্লার সুবরাতি শাহজাদি মেমোরিয়াল হাইস্কুলে (বাউবি স্টাডি সেন্টারে) বিভিন্ন বয়স ও পেশার এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন এবং পরে ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন করেন। এসময় স্কুলের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বই বিতরণ অনুষ্ঠানে বাউবির আঞ্চলিক পরিচালক টি এম আহমেদ হুসেইন বলেন, আমাদের সমাজে অসংখ্য মেধাবী নারী-পুরুষ রয়েছেন, যারা নানা প্রেক্ষাপটের কারণে পড়ালেখা বন্ধ করে দিয়েছেন। সময়ের পরিপ্রেক্ষিতে তারা আবারও পড়ালেখা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আপনি যে বয়সের, যে পেশারই হোন- বাউবির শিক্ষাক্রম সবসময় আপনার পাশে রয়েছে। পরিণত বয়সেও বাউবি থেকে শিক্ষা অর্জন করেছেন এমন উদাহরণ দেশে-বিদেশে অনেক আছে।
আঞ্চলিক পরিচালক আরো বলেন, সব বয়সী, সব পেশার মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এবং আলোকিত মানুষ গড়তে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এসএসসি প্রোগ্রামের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বাউবির সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।
Last Updated on August 20, 2023 11:46 pm by প্রতি সময়