কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ওমর ফারুক (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার টমসমব্রীজ এলাকায় তার বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানান নিহত যুবকের পরিবার।
নিহত ওমর ফারুক ব্রাহ্মণপাড়া থানার শিদলাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রমিত উদ্দিন ফকিরের বাড়ির শাহপরানের ছেলে।
মৃত ওমর ফারুকের চাচা সোলেমান ও ভাগিনা দুলাল হোসেন জানান, ওমর ফারুক দুই বার বিদেশে গেলেও বিভিন্ন কারণে দেশে ফেরত আসেন। সে ঋণ করে ৭/৮ মাস পূর্বে সিঙ্গাপুর যাওয়ার পর পাঁচ মাস থেকে ফের দেশে ফেরত আসেন।
ঋণ ও অভাবের কারণে হতাশা থেকে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঘরের লোকজনের অগোচরে দরজা বন্ধ করে সিলিং ফেনের সাথে ফাঁস দেন।
পরিবারের লোকজন তার রুমের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি পর কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখেন সিলিং ফ্যানে ফাঁস দেওয়া অবস্থায় ওমর ফারুক ঝুলে আছেন। পরিবারের লোকজন তাকে এখান থেকে নামিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Last Updated on February 2, 2024 8:06 pm by প্রতি সময়