কুমিল্লায় একশত বোতল ফেন্সিডিল বিক্রয়ের উদ্দ্যেশে নিজ হেফাজতে রাখার দায়ে মোঃ বিল্লাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বুধবার (২৪ মে) বিকেলবেলা এ রায় দেন কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ বিল্লাল হোসেন কুমিল্লা কোতয়ালী থানাধীন কটকবাজার রাজমঙ্গলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। রায় ঘোষণাকালে আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- অতিরিক্ত পিপি এড. মোঃ মজিবুর রহমান বাহার এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন- এড. মোঃ মাহাবুবুল আলম মিন্টু।
মামলার বিবরণে জানা যায়- ২০১৬ সালের ৪ আগস্ট কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এস.আই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন কুমিল্লা সদরের শাহপুর সীমান্তবর্তী এলাকা হতে বিল্লাল হোসেনকে আটক করে।এই সময় তার সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।
Last Updated on May 24, 2023 9:33 pm by প্রতি সময়