বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিল চলাকালে সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে ওই গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসময় গাড়ি থেকে নেমে নিজেকে রক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক। ওই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার।
প্রত্যক্ষদর্শীরা জানান , দুপুর পৌঁনে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। এসময় চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তার গাড়ি নিয়ে আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। এ সময় তার গাড়ি ভাঙচুর শুরু করা হয়।তাৎক্ষণিক তিনি ও তার চালক গাড়ি থেকে নেমে নিজেদের রক্ষা করেন। ভাংচুরের এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুস্কৃতকারীরা গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে। তারা কেউ শিক্ষার্থী নয়।
Last Updated on August 3, 2024 5:47 pm by প্রতি সময়