কুমিল্লার লাকসামের নশরতপুর বেলতলা এলাকায় নিজ কন্যাকে ধর্ষণের মামলায় পিতাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে দুইমাসের কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
সোমবার (২৭ ফেব্রুয়ারি ) বেলা ১২ টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী ফেনীর সোনাগাজী পালগিরির আবু ইউসুফের ছেলে আবু আহাম্মদ মিয়া আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত জানান, ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লামসাম নশরতপুর বেলতলা এলাকার ফুফাতো ভাইয়ের বাড়িতে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আবু আহাম্মদ মিয়া। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার শিকার কিশোরীর মা মনি বেগম বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর ৬জন স্বাক্ষীর মাধ্যমে আদালতে প্রমাণিত হওয়ায় আদালত ওই কিশারীর পিতা আসামী আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ২মাসের কারাদন্ড দেয় রায় দেন।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামী আবু আহাম্মদ মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Last Updated on February 27, 2023 5:23 pm by প্রতি সময়