চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব মার্কেটিং মুত্তাকিন মুক্তা বলেছেন, জীবন জীবিকার চলমান সময়ে একটা সময় পারিবারিক দায়িত্বগুলো যতই বাড়তে থাকবে, আপনার বীমা করার প্রয়োজনীয়তাও ততই বৃদ্ধি পাবে। কারণ, এই বীমাই প্রয়োজনের সময়ে আপনার এবং আপনার পরিবারের সহায়ক হয়ে দাঁড়াবে। এজন্য জীবনের জন্য একটি বীমা নিরাপত্তা নিয়ে রাখাই বিচক্ষণতার কাজ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকল সাড়ে দশটায় কুমিল্লা নগরীর মনোহরপুরে হিলটন টাওয়ারে চ্যাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি- কুমিল্লা সেলস অফিসের আয়োজনে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং ও ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইফ ইন্সুরেন্স কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত বীমা কর্মকর্তা ও বীমা পেশার সঙ্গে জড়িত নবীন প্রবীণ সদস্যদের উদ্দেশ্যে চার্টার্ড লাইফের হেড অব মার্কেটিং মুত্তাকিন মুক্তা আরো বলেন উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়তই জীবন ও সম্পদের ঝুঁকি বাড়ছে। এই ঝুঁকি মোকাবেলায় মানুষ অবলম্বন খোঁজে। তখনই একজন বীমা কর্মী হিসেবে মানুষটির পাশে দাঁড়াতে হবে, বুঝাতে হবে- সময়ের চাহিদায় বীমা কতটুকু সুরক্ষা হয়ে দাঁড়াবে। আজকে ইন্স্যুরেন্স বা বীমা শিল্পে কাজের পরিধি বেড়ে চলেছে।শিক্ষিত তরুণ-তরুণীরা সমানতালে কাজ করছেন এ শিল্পে। ধৈর্যশক্তি ও কাজের প্রতি দায়বদ্ধতা মেনে নিয়ে যারা বীমা প্রতিনিধি হিসেবে ক্যারিয়ার শুরু করেছে আমি বলবো বীমাশিল্পে তারা সফল। আর এই সফলতার গল্পে দেশের বিশ্বস্ত ও স্বনামধন্য বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির সকল বীমা কর্মীকে যুক্ত থাকতে হবে। কারণ সফলতাদের গল্পেই উদ্যমি তরুণ তরুণীরা পা ফেলবে চার্টার্ড লাইফের বীমা জগতে।তাদের জন্যই খোলা থাকবে সাফল্যের অবারিত দুয়ার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল বলেন, আগে বীমা সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারণা ছিল সেটা ঝেড়ে ফেলে দিয়ে মানুষ কিন্তু এখন পলিসি নিচ্ছে। আর আমরা যারা বীমার সঙ্গে জড়িত, বিশেষ করে মাঠ পর্যায়ে বীমা কর্মী যারা আছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম একটি হচ্ছে মানুষকে জানাতে হবে বীমার উপকারিতা। জানাতে হবে বীমা জীবন ও সম্পদের রিস্ক প্রটেকশন দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সেলস ম্যানেজার সুলতান মাহমুদ কাউসার, ব্রাঞ্চ ম্যানেজারদের মধ্যে চন্দন দাস, আরিফুর রহমান,মো রায়হান,মো ইউসুফ, মো ইয়াকুব, মো সাইফুল আলম, আলী আহসান ও জুলহাস এবং বিভিন্ন ইউনিটের বীমা কর্মীরা।
Last Updated on April 25, 2023 8:23 pm by প্রতি সময়