রাজধানীর ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এবার ঢাকার পার্শ্ববর্তী জেলা কুমিল্লায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। ওই ১৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে কচুয়া, চাঁদপুর এবং হাজীগঞ্জ থেকে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
কুমিল্লার ১৮ টি উপজেলার বিভিন্ন স্থান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন কুমেক হাসপাতালের পরিচালক ডাক্তার মো. আজিজুর রহমান সিদ্দিকী।
তিনি আরও বলেন, যেসকল রোগীররা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের অনেকে ঢাকায় যেতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কুমিল্লা শহরের রোগী নেই। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ইউনিট করা হয়েছে। এমন কি পুরুষ ও মহিলাদের জন্য করা হয়েছে আলাদা আলাদা ইউনিট। কুমেকের ৭ তলায় করা হয়েছে নারীদের জন্য ডেঙ্গু ইউনিট এবং ৮ তলায় করা হয়েছে পুরুষদের ডেঙ্গু ইউনিট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো
আজিজুর রহমান সিদ্দিকী আরও জানান,ঢাকার পার্শ্ববর্তী জেলা হয়েও কুমিল্লা ডেঙ্গুর তেমন ভয়ানক আকার ধারণ করেনি। আমরা কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সোচ্চার আছি।
জেলা সিভিল সার্জন নাছিমা আকতার জানান, কুমিল্লা শহরের কোন লোক এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। বেশির ভাগ লোগ অন্যান্য উপজেলার থেকে কুমেকে চিকিৎসা নিচ্ছে। সিভিল সার্জন আরো জানান কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি আমরা সার্বক্ষনিক মনিটরিং করছি। কুমিল্লাবাসীকে ডেঙ্গু নিয়ে আতংকিত না হয়ে তিনি ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে আহবান জানিয়েছেন।
Last Updated on July 9, 2023 6:15 pm by প্রতি সময়