-তরুণীদের প্রিয় জর্জেট ও সিল্কের পোষাক" /> কুমিল্লায় জমজমাট ঈদবাজার – প্রতিসময়
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার সাংবাদিক নেকবর হোসেনের পিতার ১১তম মৃত্যুবার্ষিকী আজ দেড়যুগ পর কুমিল্লা স্টেডিয়ামে বেঁজে ওঠলো হৃদয়ছোঁয়া দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মিছিল কুমিল্লা স্টেডিয়ামে ১৮ বছর পর শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার দেশের সকল ক্লান্তিলগ্নে স্কাউটরা নিয়োজিত থাকে : স্কাউটার তৌহিদুল কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ সাতজন নিহত চট্টগ্রামে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে আশেকে রাসূলের ঢল # হেদায়তময় জীবনের ঐশী ঠিকানা খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত : মাননীয় মোর্শেদে আজম কুমিল্লা টাউনহলের এডহকসহ ২টি উপকমিটি গঠন মুরাদনগরে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ তিতাসে ফসলি জমি থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার স্কাউটিং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ সহযোগিতা করে : প্রফেসর একেএম সেলিম চৌধুরী যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান মুরাদনগরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুবিতে পিস অ্যান্ড সেইফটি ক্যাফ

কুমিল্লায় জমজমাট ঈদবাজার -তরুণীদের প্রিয় জর্জেট ও সিল্কের পোষাক

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১০৭ দেখা হয়েছে

কুমিল্লায় ঈদের বাজারে কেনাকাটা জমে ওঠেছে। দিনে-রাতে যখনই সুযোগ হচ্ছে তখনই ঈদের পোষাক ও অন্যান্য সামগ্রী কেনাকাটায় বেরিয়ে পড়ছেন নারী ও পুরুষরা। বিশেষ করে কুমিল্লা নগরীর শপিংমল, ফ্যাশন হাউস ও বিভিন্ন মার্কেটের থ্রীপিস কর্ণারগুলো রোজার শুরু থেকেই তাদের পন্যসামগ্রী প্রদর্শন করেছেন। কিন্তু রোজার প্রথম দশদিনের বেচাবিক্রিতে তেমন সাড়া মেলেনি। তবে গত বৃহস্পতিবার থেকে মানুষের ঢল নামে মার্কেটগুলোতে। আর এ চাপ অব্যাহত অব্যাহত থাকায় শুক্রবার ও শনিবার ছুটির দিন থাকায় নগরীর মার্কেট, শপিংমল ও ফ্যাশন হাউসে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

 

নগরীর শপিংমল ও মার্কেটের দোকানগুলো তরুণীদের ড্রেস, থ্রিপিস, লেহেঙ্গা, নারীদের বিভিন্ন ধরণের শাড়ি, কসমেটিক্স, জুয়েলারি আইটেম, বাচ্চাদের পোশাক, জুতা আর তরুণদের শার্ট প্যান্টসহ সকল বয়সী পুরুষের পাঞ্জাবির বিশাল কালেকশনে সজ্জিত। বড় বড় শপিং সেন্টার ও নামিদামি শাড়ি কাপড়ের দোকানগুলোতে বিদেশি শাড়ির বাজার দখলে নিয়েছে বৈচিত্র্য আর কারুকাজে ভরা দেশীয় শাড়ি। প্রচন্ড গরমের কারণে দিনের বেলায় ক্রেতাদের ভিড় কিছুটা কম থাকলেও সন্ধ্যা ও তারাবিহ নামাজের পর নগরীর রাস্তার তীব্র যানজট এড়িয়ে নারী পুরুষের ঢল নামে মার্কেটগুলোতে।

 

 

এবারের ঈদে কুমিল্লার তরুণীদের প্রিয় ফ্যাশন হয়ে উঠেছে জর্জেট ও সিল্কের পোষাক। এসব ড্রেসের চোখ ধাঁধাঁনো ফ্যাশনে তরুণীরা মাতোয়ারা হয়ে ওঠেছে।তরুণীদের ফ্যাশননির্ভর পোষাক বিক্রির দোকানগুলোতে এবারো ইন্ডিয়ান ও পাকিস্তানী বিভিন্ন ব্র্যান্ডের জর্জেট ও সিল্কের থ্রিপিস ড্রেস চাহিদার শীর্ষে রয়েছে। এবারে দাম বাড়লেও রং, ডিজাইন, কারুকাজে এসেছে বাড়তি নান্দনিকতা। এরিমধ্যে নগরীর মার্কেট ও মেয়েদের তৈরি পোষাকের দোকানগুলোতে শুরু হয়েছে তরুণীদের ড্রেস কেনাকাটার ধূম।

 

 

কুমিল্লা নগরীর কান্দিরপাড় মনোহরপুরের সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, প্ল্যানেট এসআর, ময়নামতি গোল্ডেন টাওয়ার, নূর মার্কেট, সাইবার ট্রেড, নূর মার্কেট, আনন্দ সিটি সেন্টার, হিলটন টাওয়ার, নিউ মার্কেট, হোসনেআরা ম্যানসন, সাইবার ট্রেড, গণি ভূঞা ম্যানসন, চৌরঙ্গী শপিং সেন্টার, লাকসাম রোডে বিবি সমতট, রামঘাট এলাকায় কুমিল্লা টাওয়ার ও রেইসকোর্সের ইস্টার্ণ এয়াকুব প্লাজায় কোলকাতা, মুম্বাই এমনকি পাকিস্তানি পোষাকের ধূমের ভেতরেও দেশিয় ফ্যাশনের প্রতি তরুণ-তরুণীদের আকৃষ্ট করতে নগরীর নজরুল এভিনিউতে আড়ং, ফড়িং, জেন্টেল পার্ক, বিশ্বরঙ, অঞ্জনস, কেক্রাফট, বাদুরতলায় ইনফিনিটি, সেইলর, ওয়ার্ল্ডসম্যানস, আর্ট, ক্যাটসআই, লাকসাম রোডে টপটেন, ইজি শো-রুমে নানা ডিজাইনের ড্রেস প্রদর্শন করা হয়েছে।

 

এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তান, মুম্বাই ও কোলকাতার তৈরি নামিদামি ব্র্যান্ডের সিল্ক ও জর্জেটের থ্রিপিস। নগরীর মনোহরপুর নূর মার্কেটের থ্রিপিস সেন্টার রিলেশানের আলী হায়দার কামাল জানান, তরুণীদের পছন্দের তালিকায় ইন্ডিয়ান ও পাকিস্তানী ড্রেসের চাহিদা সবসময়ই থাকে। এবারে জর্জেট ও সিল্কের ড্রেসের প্রতি তরুণীদের ঝোঁক বেশি। রোজার শুরু থেকে অন্তত দশদিন মনোহরপুর সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখায় বেচাবিক্রিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে গত দুই দিনে মার্কেটে ক্রেতাদের চাপ বেড়েছে। আশাকরি এবার ভালোই বেচাবিক্রি হবে।

Last Updated on April 8, 2023 10:00 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102