‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এ স্লোগান নিয়ে কুমিল্লা জেলা সদর ও উপজেলাগুলোতে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।
আমাদের স্টাফ রিপোর্টার নেকবর হোসেন জানান,
দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ন্যাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান। সহকারী কমিশনার দেবাশীষ অধিকারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সিভিল সার্জন করর্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাকির হোসেন, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ও পেইজের নির্বাহী পরিচালক মো: ইউনুছ।
এছাড়া বক্তব্য রাখেন দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সিফাত উল্লাহ, পাঁচথুবী ইউপি ৪নং ওয়ার্ডের সদস্য শফিউল বাশার, দুর্গাপুর ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সোনিয়া আক্তার, উদ্যোক্তা নাজমুল হাসান প্রমুখ।
বক্তারা দিবসটিকে গুরত্ব দিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক পর্যায়ে আরো সচেতনতা বৃদ্ধি করণে প্রচারের উপর গুরুত্বারোপ করেন।
এ সময় আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাছান রাফি রাজু সহ এনজিও প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে আমাদের স্টাফ রিপোর্টার রায়হান চৌধুরী মুরাদনগর উপজেলায় দিবসটি পালনের বিষয়ে জানান,
মুরাদনগরেও জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে একটি বনার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুঞা জনির সভাপতিত্বে আলোচনা সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলায় প্রথম ধামঘর ইউপি সচিব নাইম সরকার, দ্বিতীয় নবীপুর পূর্ব ইউপি সচিব হাজী ফজলুল হক ও তৃতীয় আকুবপুর ইউপি সচিব চন্দন কুমার দাসকে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সচিব সমিতির সভাপতি চন্দন কুমার দাস।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, প্রকৌশলী সৈয়দ শওকত আহমেদ, কামাল উদ্দিন খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ও উপজেলা সচিব সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
আমাদের দাউদকান্দি স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী শাহীন জানান,
দাউদকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মহিনুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিনুল হাসান বলেন, একটি শিশুর জন্মের পর আমাদের প্রধান কাজ হচ্ছে তার জন্ম নিবন্ধন করা। সরকারের ১৮টি প্রতিষ্ঠান থেকে সেবা পেতে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জন্ম নিবন্ধন তার পরিচয় বহন করে। জন্ম নিবন্ধন থাকলে জাতীয় পরিচয় পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মতো জন্ম,মৃত্যু নিবন্ধন করা জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই।
এসময় অন্যান্যদের মধ্যে দাউদকান্দি পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মো.কামরুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত স্বাস্থ্য সহকারী, পরিদর্শক, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী এবং দাউদকান্দি পৌরসভা ও উপজেলার ১৫ টি ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Last Updated on October 6, 2023 8:32 pm by প্রতি সময়